সকাল ৯:৫৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওয়াসা থেকে ১৪ লাখের জরিমানা আদায় করল দক্ষিণ সিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জুলাই ২০২৪

 

বিনা অনুমতিতে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন সড়ক খনন করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আরোপিত জরিমানার ১৩ লাখ ৭১ হাজর ৩৯২ টাকা পরিশোধ করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে আরোপিত জরিমানার অর্থ সংগ্রহ করে তা দুটি চেকের মাধ্যমে প্রেরণ করা হয়।

রোববার (১৪ জুলাই) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে অবস্থিত প্রকৌশল বিভাগের দপ্তরে জরিমানার অর্থ পরিশোধ সংক্রান্ত পত্র ও দুটি চেক প্রেরণ করা হয়। অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী মো. আহসান হাবিব ঢাকা ওয়াসার প্রেরকের নিকট থেকে সংশ্লিষ্ট পত্র ও চেক দুটি গ্রহণ করেন। বিষয়টি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের।

দক্ষিণ সিটির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে এবং অনুমোদন না নিয়ে গত ৮ জুলাই লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করায় দক্ষিণ সিটি কর্পোরেশন খনন কাজে ওয়াসার ঠিকাদার কর্তৃক ব্যবহৃত মালামাল জব্দ করে ডিএসসিসি। স্বাক্ষর জাল করার অপরাধে সেদিন রাতেই লালবাগ থানায় ওয়াসা নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

 

ঘটনার পরিক্রমায় ৮ জুলাই ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সড়ক খনন নীতিমালা-২০১৯ এর ১.৩.৫ ধারা অনুযায়ী বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র দেন। ঢাকা ওয়াসা গত ৯ জুলাই দক্ষিণ সিটির সে পত্র গ্রহণ করে।

ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে প্রেরিত দক্ষিণ সিটির সেই পত্রে তিন কার্যদিবসের মধ্যে চালান, পে-অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন তাদের নিযুক্ত ঠিকাদারকে পরিশোধের নির্দেশ দেয় বলে জানা যায়।

 

 

এএসএস/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *