রাত ১০:৫৩ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এ দেশে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরের সবাই মিথ্যা কথা বলে: মান্না

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৫

 

 

এ দেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, তেমনি ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও একইভাবে মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (৪ জানুয়ারি) দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এ সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে। এই দেশটা কীভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিলো, মূল নেতা কে, দেশের স্বাধীনতার ঘোষণা কে দিলো এগুলোর বিতর্ক মিলছে না। এ দেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও একইভাবে মিথ্যা কথা বলেন। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না।

তিনি বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না। হামলা কারা+1 করেছে, সেটা আমি জানি না। কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *