রাত ৪:১৩ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এ আর রহমান কেমন আছেন? জানালেন ছেলে

বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৫

 

বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। রোববার সকাল সাতটার দিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে এখন বিপদ কাটিয়ে এই শিল্পী সুস্থ আছেন; সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, এ আর রহমানের কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এ আর রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।

এদিকে রহমানের ছেলে আমিন জানান, তার বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই।

এক পোস্টে আমিন লেখেন, ‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের এমন সংকটের সময়ে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।’

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *