সকাল ১০:০৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এস আলম গ্রুপের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৪

 

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এ সংক্রান্ত একটি ই-মেইল পাঠিয়েছে এফআইইউ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএফআইইউয়ের একজন কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, এস আলম গ্রুপের তথ্য চেয়েছে এফআইইউ। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সংক্রান্ত তথ্য পাঠানো আমাদের দায়িত্ব। আমরা এস আলম গ্রুপ ও এর মালিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রস্তুত করছি। সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সেসব তথ্য পাঠানো হবে।

এক দশক ধরে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সিঙ্গাপুরে হোটেল, বাড়ি, রিটেইল স্পেসসহ অন্যান্য সম্পত্তি কিনেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই তিনি বিদেশে ব্যবসা করেছেন। সিঙ্গাপুরে প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন।

সাইফুল আলমের অধীনে দেশে ছিল ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান। নামে-বেনামে হাজার হাজার কোটি টাকার ভুয়া ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রুপটির ঋণে এখন নুইয়ে পড়েছে অনেক ব্যাংক।

শেখ হাসিনা সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন ব্যাংকের পর্ষদকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে। শিল্পগোষ্ঠীটির সব ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ফলে লেনদেন করতে না পারায় ব্যবসা পরিচালনায় বিপাকে পড়তে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে তারা।

 

 

ইএআর/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *