সকাল ৮:৫১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এসিআই নিয়ে এলো নতুন স্কিনকেয়ার এক্সপার্ট ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫

 

ত্বকের যত্নে নারীদের সচেতনতা ও বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করার প্রবণতায় বিগত কয়েক বছরে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি উপাদান নির্ভর পণ্যের জনপ্রিয়তা বেড়ে চলেছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা আধুনিক স্কিন কেয়ার পদ্ধতির বিদেশি ব্র্যান্ডগুলোর পাশে জায়গা করে নিতে এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা রেঞ্জের প্রথম পণ্য অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার বাজারে পাওয়া যাচ্ছে।

সম্প্রীতি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাঞ্জেলিনার পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই আয়োজনে ব্র্যান্ড ফেইস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুশিকে।

এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, জেনারেল ম্যানেজার সেলস মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার ফ্যাক্টরি অপারেশন্স- দীপঙ্কর বিশ্বাস, জেনারেল ম্যানেজার মিডিয়া অ্যান্ড কম্যুনিকেশন- মো. নাহিদ নেওয়াজ, ব্র্যান্ড ম্যানেজার রওনক জাহান, ব্র্যান্ড লিড আনান মাসুম অহনা ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টারের মোড়ক উন্মোচন করা হয়।

ত্বকের সৌন্দর্য নিয়ে প্রতিনিয়ত অসংখ্য নারী উদ্বিগ্ন থাকেন। কেউ কেউ হীনম্মন্যতায় ভোগেন। ত্বকের সমস্যা সমাধানে কখনো ঘরোয়া পদ্ধতি, কখনো বা দামি বিদেশি পণ্য ব্যবহার করে থাকেন এবং এদের মধ্যে অধিকাংশ পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। এসব পণ্য ব্যবহারে দিনের পর দিন বিভিন্ন ধরনের প্রচেষ্টা আর পরিশ্রমের দৃশ্যমান পরিবর্তন থাকে খুবই সামান্য যা নিয়ে হতাশায় ভোগেন লাখো নারী। এসব নারীদের প্রধান অভিযোগ ছিল শুষ্কতা, নিষ্প্রভতা এবং বয়সের আগেই বলিরেখা নিয়ে দুর্ভোগ।

এসব সমস্যার সমাধানে, নারীদের ত্বকের পরিচর্যাকে আরও কার্যকর করতে এলো অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার। এর হায়ালুরনিক এসিড, গ্লিসারিন ও গোলাপের নির্যাস সমৃদ্ধ নতুন প্রজন্মের ফর্মুলেশন শুষ্কতা দূর করে ত্বকে আনবে সতেজ সৌন্দর্যের আভা। অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *