জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ মার্চ ২০২৫
এসএমই’র অর্থায়ন সহজীকরণ, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগপ্রাপ্তিতে ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোটিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
শনিবার (২২ মার্চ) ডিসিসিআই অডিটোরিয়ামে ‘আইএফআরএস বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ফাইনান্সিয়াল রিপোটিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, আমাদের জিডিপিতে এসএমই’র অবদান ২৫%-এর বেশি এবং আইএফআরএসে এসএমই খাতের উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি, তাদেরকে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করবে। যার মাধ্যমে এ খাতের উদ্যোক্তাদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এসএমই অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতের সাথে সম্পৃক্তকরণে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, আর্থিক প্রতিবেদন তৈরিতে ভুল-ভ্রান্তি হ্রাস এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগপ্রাপ্তিতে আইএফআরএস সহায়ক ভূমিকা পালন করবে।
ডিসিসিআই সভাপতি বলেন, আইএফআরএস’র মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের কমপ্লায়েন্স বাড়বে, সেই সাথে এ খাতের উদ্যোক্তাদের অধিকহারে করজালের আওতায় নিয়ে আসার মাধ্যমে কর আহরণের হার বৃদ্ধি করবে। সর্বোপরি আইএফআরএস বাস্তবায়নে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আরও অধিকহারে প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ফাইন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, আন্তর্জাতিক মান বজায়ে রেখে এসএমই’র জন্য আইএফআরএস অতীব গুরুত্বপূর্ণ, তবে আমাদের সকল এসএমই’র ক্ষেত্রে এর বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং বিষয়। আইএফআরএস বাস্তবায়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে তাদের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, কর প্রদানে কমপ্লায়েন্স বাড়ানো, পুঁজিবাজার হতে মূলধন সংগ্রহ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে আগ্রাধিকার ভিত্তিতে সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে এসএমইদের আইএফআরএস বাস্তবায়নে আরও বেশি মনোযোগী হতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন বলেন, বৈশ্বিক পরিমন্ডলে স্থানীয় উদ্যোক্তাদের ভাবমূর্তি উন্নয়নে আইএফআরএস বাস্তবায়নে মনোযোগী হতে হবে; তবে এটি বাস্তবায়নে বিশেষ করে কুটির ও ক্ষুদ্র উদ্যেক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান একান্ত আবশ্যক।
টি আই / এনজি