রাত ৩:৩১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এমপিওভুক্তির দাবিতে অবস্থান : ‘দীর্ঘদিন শিক্ষকতা করেও বেতন পাইনি, পরিবারের কাছে বোঝা হয়ে গেছি’

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৫

 

 

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ১১তম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা।

বুধবার (৫ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১তম দিনের মতো এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি থেকে এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছেন। শিক্ষকতা করে দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখলেও তারা সরকার থেকে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ায় তাদের পরিবার নিয়ে জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন তারা এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়ে আসলেও কোনো সরকারই আন্তরিকভাবে কাজ করেনি। ফলে বাধ্য হয়ে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাজশাহী থেকে আসা রাসেল সরকার বলেন, আমরা দীর্ঘদিন শিক্ষকতা করে বেতন পাচ্ছি না। নিজের পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। এখন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা ১১তম দিনের মতো অবস্থান করছি। এখন আমাদের চাওয়া সরকার যেন আমাদের দাবি দ্রুত মেনে নেয়। আমরা যেন রাজপথ থেকে ঘরে ফিরতে পারি।

সিলেট থেকে আসা মেহেদী হক বলেন, দীর্ঘদিন শিক্ষকতা করছি, শিক্ষার্থীদের পড়াচ্ছি- কিন্তু বেতন পাচ্ছি না। আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি, অথচ আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা চাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তি করা হোক।

 

 

টি আই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *