রাত ২:৫৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এনবিআরকে চিঠি : রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ চায় ট্যারিফ কমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৫

 

 

রাইস ব্র্যান অয়েল বা কুঁড়ার তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপের সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে বিকল্প ভোজ্যতেল হিসেবে সরবরাহ বাড়াতে ও ভর্তুকি মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীকে সরবরাহের লক্ষ্যে গতকাল বুধবার (২৯ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানকে এ চিঠি দেওয়া হয়। চিঠির একটি কপি  হাতে সংগ্রহে এসেছে।

ট্যারিফ কমিশনের যুগ্ম সচিব এ কে এম মকসুদুল আরেফিনের সই করা ওই চিঠিতে বলা হয়, স্থানীয় বাজারে যৌক্তক মূল্যে পরিশোধিত রাইস ব্র্যান তেলের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে রাইস ব্র্যানের মতো ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা যেতে পারে।

এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে আরও বলা হয়, গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দেশীয় শিল্প স্বার্থ সংরক্ষণে রাইস ব্র্যান অয়েল রপ্তানির সম্ভাবনা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অংশীজনের মতামতের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে রাইস ব্র্যান অয়েল বা রাইস ব্র্যান ক্রুড অয়েল রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ বিষয়ে সুপারিশ সংবলিত একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন পাঠানো হয়েছে।

প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে যৌক্তিক মূল্যে পরিশোধিত রাইস ব্র্যান তেলের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অপরিশোধিত/পরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে রাইস ব্র্যানের মতো ২৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা যেতে পারে।

তবে, এ বিষয়ে এ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে চিঠিতে জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, আসন্ন রমজানে স্থানীয় বাজারে ভোজ্যতেলের বাড়তি চাহিদা সৃষ্টি হয়। বর্ধিত চাহিদা মোকাবিলায় আমদানি করা ভোজ্যতেলের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান তেল স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এতে সয়াবিন ও পাম তেল আমদানিতে ব্যবহৃত বৈদেশিক মুদ্রার আনুপাতিক সাশ্রয় হবে।

ফলে রমজান সামনে রেখে রাইস ব্র্যান তেলের রপ্তানি নিরুৎসাহিত করতে কমিশনের সুপারিশের তড়িৎ প্রতিফলন জরুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে- বলা হয় চিঠিতে।

দেশে উৎপাদিত রাইস ব্র্যান অয়েল ও রাইস ব্র্যান ক্রুড অয়েল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়ে আসছে। সরকার এ পণ্যগুলোকে আনুষ্ঠানিকভাবে রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *