ক্রীড়া প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৫
আবাহনী-মোহামেডান ম্যাচের বাড়তি উন্মাদনা দেখা গিয়েছিল চলমান ডিপিএলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে। গতকাল শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে জয় তুলে নিয়েছে মোহামেডান।
এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় বাক-বিতণ্ডায় জড়ান। মূলত আরেক আম্পায়ার তানভীরের দেওয়া এক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক। পরে সেখানে সৈকত কথা বলতে আসলে হৃদয়ের সাথে তার উতপ্ত বাক্য বিনিময় হয়।
এ নিয়ে ম্যাচ শেষেও কথা বলেছেন হৃদয়। এ ঘটনায় শাস্তির মুখেও পড়েছেন হৃদয়। এই ম্যাচে ৪ ডিমেরিট পয়েন্টের কারণে ১ ম্যাচ নিষিদ্ধ থাকছেন তিনি। তবে আজ নতুন করে জানা গেল শাস্তি আরো বেড়েছে মোহামেডান অধিনায়কের।
বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও গুনতে হবে তাকে। মূলত ম্যাচ শেষে আম্পায়ারকে নিয়ে মন্তব্য করায় এমন শাস্তি। সবমিলিয়ে দুই ম্যাচ খেলতে পারবেন না হৃদয়।
জ উ/ এনজি