সন্ধ্যা ৬:৫২ | সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫

messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন, আবার ব্রেক আপও করেছেন। যে কারণে তাকে নিয়ে অনেকে সমালোচনার সুরে বলেন, ‘এটা কত নম্বর প্রেমিক’?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বলিউডে কিছু ছবিতে কাজ করলেও সাফল্য তাকে সেভাবে ছুঁতে পারেনি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার বেশ নামডাক আছে। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন শ্রুতি। তিনি বলেন, যখন আমি কোনও সম্পর্কে জড়াই তখন সেখানেই সর্বস্বটুকু দেই। কিন্তু, যখন আমি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি তখন অনেক দূরে চলে যাই। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু, এইরকম অনেক ঘটনা আছে। তবে আমি কোনওরকম অনুশোচনা ছাড়াই সেই অধ্যায়টা থেকে মুক্ত হই।

গত বছর শান্তনু হাজারিকার সঙ্গে ব্রেক আপ হয়েছে সে কথা প্রকাশ্যে জানিয়েছেন। এছাড়া অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে প্রেম করার কথাও স্বীকার করেছেন।

তিনি বলেন, অনেকেই আমাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করেন, এটা কত নম্বর প্রেমিক? এটা অন্যদের কাছে শুধুমাত্র একটা সংখ্য। কিন্তু, আমার আমি মনে করি এই সংখ্যা আমাকে ব্রেক আপ যন্ত্রণাটা মনে করিয়ে দেয় আর সেইসঙ্গে নতুন প্রেমের দ্বার উন্মোচন করে। আমি কিন্তু, আমার মা-বাবাকে কখনও এই ব্যাপারে দোষারোপ করি না। সবসময় সকলের সব ধারণা বদলে ফেলা যায় না। তাই এগুলো এখন আরা আমার খারাপ লাগে না। তবে মানুষ তো, তাই কিছুটা হলেও আঘাত পায় আবার নিজেকে সামলে নেই।

শ্রুতি বলেন, অনেক সময় নিজের অজান্তেই হয়ত অনেককে আঘাত দিয়েছি। যারা আমার খুব কাছের মানুষ তাদের কাছে বারবার ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। তবে বাকিদের ক্ষেত্রে আমার কোনও আপশোস নেই।

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *