রাত ৩:১৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

একটি দল সংখ্যালঘুদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : মজনু

 

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টম্বর ২০২৪

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক কোনো উন্নয়ন না করে তাদের শুধু নিজেদের ভোট ব্যাংক হিসেবে ধরে রাখতে চেয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখনো বাংলাদেশে মুক্ত পরিবেশকে কলুষিত করতে তারা সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের কল্পিতকাহিনী দেশে-বিদেশে প্রচার করছে।

এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পর জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে বিজয়ী করতে এখন থেকেই আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এই ধরনের সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে হবে।

সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং থানা ও ওয়ার্ডের নেতা, অঙ্গ সংগঠনের মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *