সকাল ১১:৩৬ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদের আগে সংক্ষিপ্ত হকি দল, সরে দাঁড়ালেন ২ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫

 

 

ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ হকি দল। ২০ ফেব্রুয়ারি ৫৭ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল। তিন ধাপে বাদ দিয়ে এখন খেলোয়াড় সংখ্যা ২৪ জন। গতকাল ২৪ জনের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করে ঈদের ছুটি দেয়া হয়েছে।

ঈদের পরপরই ২ এপ্রিল থেকে হকি খেলোয়াড়দের আবার রিপোর্টিং। ১৫ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেয়ার কথা। এর আগে আরো ছয় জন খেলোয়াড় বাদ পড়বেন। ‘সপ্তাহ দু’য়েক পরই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড হবে, বলেন জাতীয় হকি দলের হেড কোচ মামুনুর রশীদ।

জাতীয় হকি দলের এই ক্যাম্প শুরু থেকেই আলোচনায় ছিল সুপারস্টার রাসেল মাহমুদ জিমিকে না ডাকা নিয়ে। গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও ফেডারেশন জিমিকে ডাকেইনি। প্রাথমিক ক্যাম্পে ছিলেন অবশ্য পুস্কর ক্ষিসা মিমো, সারওয়ার, মিলন, কৌশিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়।

ঈদের আগে ক্যাম্প ছুটির আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই সিনিয়র খেলোয়াড় সারওয়ার ও মিলন ক্যাম্প ত্যাগ করেছেন। ‘তারা দুই জন ব্যক্তিগত ও পারিবারিক কারণে ক্যাম্প ছাড়ার জন্য ফেডারেশনে আবেদন করেছিল’, বলেন কোচ মামুন। সারওয়ারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এএইচএফ কাপে বাংলাদেশ বিগত আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। এটি মূলত এশিয়ান কাপ হকির বাছাই টুর্নামেন্ট। সাবেক তারকা খেলোয়াড় মামুন দেশের শীর্ষ পর্যায়ের কোচ হলেও দীর্ঘদিন পর সিনিয়র দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন ধারা বজায় রাখা তার জন্য চ্যালেঞ্জ।

তিনি আশাবাদী হলেও প্রস্তুতি ম্যাচের ঘাটতির জন্য খানিকটা শঙ্কিতও, ‘ওমান, কাজাখস্তান সহ অন্য দেশগুলো প্রস্তুতি ম্যাচ খেলছে এবং ইন্দোনেশিয়ায় আগেভাগে যাচ্ছে। আমরা বিদেশি কোনো দেশ বা দলের সঙ্গে খেলতে পারলে নিজেদের প্রকৃত অবস্থানটা ভালোভাবে বোঝা যেত। স্থানীয়ভাবে আমরা তিনটি ম্যাচ খেলেছি কিন্তু সেটা আসলে যথার্থ নয়। এরপরও ফিটনেস ও ট্যাকনিক্যালি আমরা ভালো অবস্থানেই রয়েছি বলে আশা করি।’

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান (অব) জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ সম্পর্কে বলেন, ‘ইন্দোনেশিয়ায় আমাদের দল দিন তিন-চারেক আগে পৌঁছাবে সব ঠিক থাকলে। সেখানে তখন অন্য দলও থাকবে ঐ সময় ম্যাচ খেলার একটা আলোচনা চলছে।’

২৪ জনের দল-

হুজাইফা, রেজাউল করীম বাবু, মেহরাব হোসেন সামিন, প্রিতম রায়, মেহেদী হাসান, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, মোঃ তৈয়ব আলী, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হাসান রাব্বি, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন জয়, রকি, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আবু সাঈদ নিপ্পন।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *