দুপুর ২:২০ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামাবাদের কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৫

 

আজ পাকিস্তানের ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কাছে ৫.৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে । একই সাথে খাইবার পাখতুনখোয়াতেও আরেকটি কম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, পাকিস্তানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫ এবং স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে এটি অনুভূত হয়। ভূমিকম্পটি মাটির ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.০ এবং এর গভীরতা ছিল ৩৯.২ কিলোমিটার। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসলামাবাদে ডন নিউজটিভির একজন সংবাদদাতা জানিয়েছেন যে, ভূমিকম্প অনুভব করার পর লোকজন আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে।

এদিকে, এর প্রায় ৩৫ মিনিট আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে এনএসএমসি জানিয়েছে। স্থানীয় সময় সকাল ১১:৫৪ মিনিটে অনুভূত এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ৮৮ কিলোমিটার গভীরে। ডনের একজন সংবাদদাতা জানিয়েছেন , খাইবার পাখতুনখোয়ার কিছু অংশ- যার মধ্যে শাংলা, সোয়াত, মারদান, অ্যাবোটাবাদ, হরিপুর, মানসেহরা এবং কোহিস্তান অন্তর্ভুক্ত ছিল- সেখানে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া হাজারা বিভাগ এবং সোয়াবি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। এনএসএমসি জানিয়েছে, সকাল ১১:২৬ মিনিটে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল ১০৯ কিলোমিটার। ফেব্রুয়ারির প্রথমার্ধে পাকিস্তানে প্রায় ২০টি কম তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে , সেইসঙ্গে গড়ে প্রতিদিন একাধিক কম্পন অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে এই ধরনের ছোটখাটো ভূমিকম্প টেকটোনিক প্লেটের মধ্যে ক্রমাগত সঞ্চিত শক্তি নির্গত করে উচ্চ-তীব্রতার ভূমিকম্পকে ‘প্রতিরোধ’ করে। ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার মুহাম্মদ রেহানের মতে, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের উপর অবস্থিত-আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়-যা দেশের অভ্যন্তরে পাঁচটি ভূমিকম্প প্রবণ অঞ্চল তৈরি করে।

 

 

সূত্র : ডন/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *