সকাল ১১:৩৪ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৫

 

 

ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য জানা যায়নি।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দুটি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে একটি রকেটে বাধা দেওয়া হয়েছে এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ভূপাতিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডে স্থানীয় সময় বেলা ১২টা ৩ মিনিটের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর পরপরই গাজা থেকে ছোড়া দুটি রকেটের ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ শনাক্ত করা হয়েছে।

‘‘এর মধ্যে একটি রকেট সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। আর অন্য রকেটটি ইসরায়েলের জিমরাত এলাকায় পড়েছে,’ বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনও তথ্য জানায়নি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকায় নতুন করে আরও ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত আরও ১২৪ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন।

যদিও গাজার সরকারি গণমাধ্যম অফিস বলেছে, যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

 

 

সূত্র: এএফপি, আল জাজিরা/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *