রাত ১২:৪১ | বুধবার | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েলের মূল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫

ইসরায়েরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে দু’টি হাইপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো অবশ্য জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত ১৮ মার্চ থেকে ড়াহায় ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাস ও গাজায় বসবাসরত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

মঙ্গলবারের হামলাটি ছিল গত এক সপ্তাহের মধ্যে পঞ্চমতম হামলা।

 

 

সূত্র : আনাদোলু এজেন্সি/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *