ভোর ৫:১১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরাইলি হামলা ‘জঘন্য অপরাধ’, অবিলম্বে যুদ্ধবিরতির আহবান মিকাতির

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪

 

লেবাননে চালানো ইসরাইলের হামলাকে ‘জঘন্য অপরাধ’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘চরম অমর্যাদাকর’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নজিব মিকাতি।

সেই সঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে একটি সম্পূর্ণ এবং তাত্ক্ষণিক যুদ্ধবিরতির জন্য আবেদন করার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার বৈরুতে একটি সরকারি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে মিকাতি বলেন, ‘লেবানন মূলত ইসরাইলি ঔদ্ধত্যের শিকার। আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে এবং ইসরাইলের এই অপরাধগুলোর প্রতি বিশ্বব্যাপী নীরবতা আমাদের জন্য উদ্বেগজনক’।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ অব্যাহত রয়েছে। সম্প্রতি ইসরাইল লেবাননে ব্যাপক হারে বিমান হামলা ও স্থল আক্রমণ শুরু করেছে। ইসরাইলের স্থল আক্রমণে এ পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এ বিষয়ে নজিব মিকাতি বলেন, লেবাননের ৬০০টিরও বেশি স্কুল বর্তমানে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আরও আশ্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চলছে।

তিনি এ সময় জাতিসংঘের রেজুলেশন ১৭০১ বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যা লেবানন এবং ইসরাইলের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানায় এবং একটি নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দেয়।

হিজবুল্লাহ প্রসঙ্গে মিকাতি বলেন, ‘হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ এবং তারা জাতিসংঘের রেজুলেশন ১৭০১ বাস্তবায়নের প্রতি সম্মত’।

এদিকে ইসরাইলি বাহিনী শুক্রবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে তিন দিনের মধ্যে দ্বিতীয় হামলা চালায়, যেখানে দুজন শ্রীলঙ্কান শান্তিরক্ষী আহত হন।

 

সূত্র: আনাদোলু এজেন্সি / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *