সকাল ১০:০৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইবির হলে ছাত্রলীগের দখল করা রুমে মিলল গ্রেনেড-আগ্নেয়াস্ত্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

১৬ আগস্ট ২০২৪

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেটসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহামানের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে- দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিস, বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল, বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫টি, রামদা ২০টি, মদের বোতল এবং কনডম।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের রুমে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ মদের বোতল পান তারা। এটি প্রথম দফায় পাওয়া গেছে বলে জানান তারা। এ ছাড়া দ্বিতীয় দফায় তারা হলগুলোর রুমগুলোতে তল্লাশি করবেন বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলে অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছি। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরএআর/ এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *