রাত ২:৫২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন।

গতকাল (২৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শাহবাগে পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।

নেতৃবৃন্দ বলেন, ১৯৮৪ সাল থেকে প্রায় ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রায় বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্দশা দেখার যেন কেউ নেই। জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার যে, জাতিগঠনের কারিগর মহান শিক্ষকদের মৌলিক প্রাপ্য চাহিদার জন্য রাস্তায় নামতে হয়। অথচ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের লাঠিপেটা করা শুধু নিন্দনীয় নয়, বরং নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন।

ছাত্রশিবির নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *