সকাল ১১:২৮ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৫

 

টেলিভিশন কিংবা ইউটিউবে প্রচারিত নাটকে নিয়মিত দেখা মেলে অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানাকে। এবার একসঙ্গে তাদের দেখা যাবে নাচতে। ঈদ উপলক্ষ্যে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাচের আয়োজনেই মঞ্চ মাতাবেন জনপ্রিয় এই চার মুখ।

জানা গেছে, সম্প্রতিই তাদের নিয়ে নাচের শুটিং সম্পন্ন হয়েছে। ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত জানান, এবার একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে, যেখানে দেখা যাবে নাটকের এই চার অভিনেত্রীকে। তাদের সঙ্গে থাকছেন একদল নৃত্যশিল্পী। আর আয়োজনটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে প্রাণবন্ত করতে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়াও দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন অত্যন্ত আন্তরিক। এ ধরনের নতুন আয়োজনে অংশ নিতে পেরে শিল্পীরাও আনন্দিত।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি। ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *