রাত ১২:৩৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইউজিসির সদস্য হলেন বাকৃবির ড. মাসুমা হাবিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের অ্যানিমেল সায়েন্সের অধ্যাপক।

বুধবারম (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি ই্উজিসির চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের অ্যানিমেল সায়েন্সের অধ্যাপক ড. মাছুমা হাবিবকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে; তার অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ বেতনভাতা পাবেন; কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন; এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রথম নারী পরিচালক ছিলেন অধ্যাপক ড. মাছুমা হাবিব।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *