রাত ৪:২৫ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইউক্রেন সংঘাতযুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় রাজি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৫

 

 

 

ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে আলোচনায় বন্দি বিনিময় ইস্যুও থাকবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে কোনো বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন। মাত্র একদিন আগেই তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন। তার এসব মন্তব্যের কারণে এই দুই নেতার মধ্যে ব্যক্তিগত বিভেদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলতি মাসেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে নজর দিচ্ছেন ট্রাম্প।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

 

সূত্র: এএফপি/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *