সকাল ৭:১২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আ.লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪

 

আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে এ অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, দেশে চরম অবস্থা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছেন। এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তার দুর্নীতি বের হচ্ছে। যাদের নাম বের হয়েছে কিংবা আগামীতে বের হওয়ার সম্ভবনা রয়েছে- তারা সবাই সরকারের মদদপুষ্ট, সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত। নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত। এ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার। তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে, তা যথেষ্ট নয়।

 

তিনি বলেন, পিএসসিতে সর্বশেষ যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত ন্যক্কারজনক। শুধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি পদে থাকা অবস্থায় কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো? এটা অনেক বড় অপরাধ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া বাঞ্চনীয়।

 

সরকারি চাকরিতে কোটা নিয়ে অলি বলেন, সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে। তাদের ছেলেমেয়ে-নাতিরা চাকরি পাচ্ছে। এখানে সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে। মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না। এতে দেশ মেধাশূন্য হচ্ছে। আমাদের ছেলে-মেয়েদের বিদেশে যাওয়ার হিড়িক পড়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে গাধা-ঘোড়ারা দেশ পরিচালনা করবে।

সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাবেক এই মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে, লাখ লাখ হাজার কোটি টাকা লুট করেছে। বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে ১০০ বিলিয়ন ডলারের ওপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না।

 

প্রধানমন্ত্রীকে চীন থেকে খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে এলডিপির এই প্রেসিডেন্ট বলেন, যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। এটা উনার অপমান না, বাংলাদেশের ওপর একটা আঘাত। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নেই। কারণ, তারা ১৫ বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে, টাকা লুটপাট করছে।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানসহ এলডিপির নেতারা।

জা/ই : এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *