নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫
আশিয়ান গ্রুপের সন্ত্রাসী হামলায় স্বদেশ প্রপার্টিজের সিকিউরিটি গার্ড কায়সার নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে এবং দুপুরে খিলক্ষেতের বরুয়া এলাকায় স্বদেশের তিন‘শ ফিটের স্বর্ণালী প্রজেক্টে এঘটনা ঘটে। এলোপাতাড়ি কুপিয়ে আশিয়ানের সন্ত্রাসীরা চলে যাওয়ার পর অন্য সিকিউরিটি গার্ড ও এলাকাবাসীরা মিলে কায়সারকে এভারকেয়ার হাসপতালে নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতরা এভারকেয়ার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আশিয়ান গ্রুপ সন্ত্রাসী হামলা করারপর উল্টো এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আশিয়ান গ্রুপের পরিচালক (ক্রয়) জাহিদুল ইসলাম ভূঁইয়া। থানায় স্বদেশ গ্রুপের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে।
টি আই / এনজি