রাত ১:৫৬ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আল-আকসা মসজিদে অবৈধ দখলদারদের হানা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫

 

আল-আকসা মসজিদে জোর করে ঢুকে পড়ে পাঁচ শতাধিক ইসরায়েলি। ছবি: আনাদোলুর ভিডিও থেকে নেওয়া
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে পাঁচ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি। রোববার (৬ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় মসজিদ চত্বরে ঢুকে পড়ে অবৈধ বসতিস্থাপনকারীরা। ইহুদি ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব পাসওভারের সময় এ ধরনের হামলা বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একইসঙ্গে, ইসরায়েলি পুলিশ আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করে চলেছে। এতে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটিতে মুসল্লিদের স্বাভাবিক ইবাদতের পরিবেশ ব্যাহত হচ্ছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আল-আকসা মসজিদ বহুদিন ধরেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের এ ধরনের আগ্রাসী আচরণ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান মাসে মসজিদটিতে ২১ বারেরও বেশি হানা দিয়েছে অবৈধ বসতিস্থাপনকারীরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৩ হাজার ৬৪ অবৈধ বসতি স্থাপনকারী মসজিদটিতে জোর করে ঢুকে পড়ে।

পবিত্র ঈদুল ফিতরের দিন যখন মুসল্লিরা নামাজের জন্য জমায়েত হন, তখন ইসরায়েলি উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী মসজিদটিতে অনুপ্রবেশ করেন। এর আগেও তিনি বেশ কয়েকবার একই কাণ্ড করেছেন।

 

সূত্র: ইউএনবি/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *