দুপুর ১:৫৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আলোচনায় সুহানার পুরোনো শাড়ি

বিনোদন ডেস্ক
১৪ জুলই ২০২৪

 

 

বলিউড বাদশাহ শাহরুখ খান। তার একমাত্র মেয়ে সুহানা খান। স্টার কিডদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয়। তাইতো সুহানা যাই করেন তা নিয়েই আলোচনা হয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে পুরোনো শাড়ি পরে আলোচনার জন্ম দিলেন এ তারকা। খবর : ইন্ডিয়া টুডে

১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তারার হাট। বিশ্বের বাঘা বাঘা সব অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেলরা এদিন উপস্থিত হয় গর্জিয়াস সাজে আম্বানি পরিবারের বিয়েতে। এদিন প্রতিযোগিতা চলছিল পোশাক ও অলংকার দিয়ে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন। কারও গায়ে লাখ টাকার পোশাক তো কারও গলায় ছিল কোটি টাকার নেকলেস। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে সোহানার পুরোনো শাড়ি।

বিয়েতে সুহানা তার পরিবারের সঙ্গে হাজির হন। যেখানে তাকে দেখা যায় ২০২২ সালের দিওয়ালি পার্টিতে পড়া সিক্যুইন শাড়িতে। যেটি ডিজাইন করেছিলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। সেই একই শাড়ি পরে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির হন সুহানা খান। যেটি নিয়েই আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়। তবে এ শাহরুখকন্যা কোনো মন্তব্য করেননি।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *