বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫
একটা সময় টালিগঞ্জে একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন অদ্রিজা রায়। তারপর সেখান থেকে মুম্বাই গেছেন। সেখানে জনপ্রিয় ‘অনুপমা’র মতো ধারাবাহিকে তিনি অভিনয় করছেন দীর্ঘদিন।
এখন মুম্বাইয়ে কাটে তার বেশিরভাগ সময়। যেখানেই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এ অভিনেত্রী। শুধু তিনি একা নন, বলিউডের অঙ্কিতা লোখান্ডে, আয়ুশ শর্মার মতো অভিনেতা-অভিনেত্রীদের নামও রয়েছে সেই তালিকায়।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০২৪ সালের আগস্ট মাসে একটি বিজ্ঞাপনের কাজ করছিলেন অদ্রিজা। তারপর কিছুটা টাকা পাওয়া গেলেও, অনেকটাই এখনও পাওনা রয়েছে। অভিনেত্রীর ম্যানেজার বার বার যোগাযোগ সত্ত্বেও কোনও রকম উত্তর মেলেনি।
অদ্রিজার কথায়, ‘২৫ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে মুম্বাইয়ে বিজ্ঞাপনের শুটিংটা করেছিলাম। তবে কাজ করিয়ে নেওয়ার পর আর পাত্তা নেই ওই ব্যক্তির। টাকা তো দিলেনই না। উল্টে দুবাইয়ে পালিয়ে গিয়েছেন বলে শুনছি।’
অভিনেত্রীর ভাষ্য, ‘এখন তো সবার টাকা জমে অনেকটা বড় অ্যামাউন্ট হয়ে গিয়েছে। আমাদের সকলের ম্যানেজাররাই যোগাযোগ করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েছি এফআইআর করতে।’
ফা আ/ এনজি