ভোর ৫:০৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আরও ৪২ ফেডারেশনের সভাপতিকে অপসারণ

ক্রীড়া প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশ দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়েছিল আগেই। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ব্রিজ ফেডারেশনের সভাপতিকে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের আরও ৪২টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়া বাকি ফেডারেশনের সভাপতিদের সরকার মনোনয়ন দেয়। প্রজ্ঞাপনে হকি ফেডারেশন ও সাঁতার ফেডারেশনের উল্লেখ নেই। এই দুই ফেডারেশনের সভাপতি যথাক্রমে বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধান।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ূন কবীরের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/ অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশে সভাপতিদের অপসারণ করা হয়েছে।’ প্রজ্ঞাপনে ৪২টি ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থার একটি তালিকা দেওয়া হয়েছে।

দীর্ঘ দিন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আবদুল মালেক
দীর্ঘ দিন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আবদুল মালেক।

 

এই ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো হলো  ব্যাডমিন্টন, শুটিং, হ্যান্ডবল, জুডো, কারাতে, তায়কোয়ানদো, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, আর্চারি, মহিলা ক্রীড়া সংস্থা, বক্সিং, বধির ক্রীড়া, বাশাআপ, রাগবি, ফেন্সিং, বেসবল, প্যারা অলিম্পিক কমিটি, সার্ফিং, মাউন্টেনারিং, চুকবল, নেপাক টাকরো, জুজুৎসু, প্যারা আর্চারি, ভারোত্তোলন, উশু, ক্যারম, সাইক্লিং, টেরিস, রেসলিং, রোলার স্কেটিং, কান্ট্রি গেমস, থ্রোবল, ভলিবল, স্কোয়াশ, রোইং, আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, ঘুড়ি অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিকস, খিউকুশিন কারাতে, খো খো, মার্শাল আর্ট।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় বলা আছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যা কিছুই থাকুক না কেন, তফসিলে বর্ণিত সংস্থার প্রধান হিসেবে একজন সভাপতি থাকবেন, যিনি সরকার কর্তৃক মনোনীত অথবা, ক্ষেত্রমতে বিধিমোতাবেক নির্বাচিত হবেন।’
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এখনো পদত্যাগ করেননি
                   বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এখনো পদত্যাগ করেননি

ক্রিকেট বোর্ডে অবশ্য সভাপতি পদে পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তনের পর সাবেক ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিসিবির নির্বাহী কমিটির এক সভায় ই–মেইলের মাধ্যমে পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ

বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করলে তাঁর জায়গায় পরিচালক মনোনীত হন ফারুক আহমেদ। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি হন তিনি।

 

টিআই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *