সকাল ১১:৩১ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমির খসরু : সংস্কারের যে বিষয়গুলোতে ঐকমত্য আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ মার্চ ২০২৫

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের ব্যাপারে যে বিষয়গুলোতে ঐকমত্য আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেটায় ঐকমত্য হবে না, সেটাতে ভোটের মাধ্যমে যে সংসদ হবে, সেই সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ব্যাপারগুলো নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে ও দেশের বাইরে সবার মধ্যে এই চিন্তাই কাজ করছে যে, কবে গনতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। গনতান্ত্রিক অর্ডার ছাড়া কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট দেবে না। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। সেটা নিয়ে আমরা আরও কীভাবে কাজ করতে পারি তা নিয়ে কথা হয়েছে।

বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠক চলে ঘন্টাব্যাপী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী ও উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল সেক্রেটারি সেবাসতিয়ান রিগার ব্রাউন।

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *