সকাল ৭:১০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমিরাতে লটারি জিতে কোটিপতি বাংলাদেশি গাড়িচালক-নিরাপত্তা প্রহরী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র‌্যাফেল বিগ-টিকিটের সাপ্তাহিক লটারি জিতেছেন দুই বাংলাদেশি। তাদের দুজনই আড়াই লাখ দিরহাম করে পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে দেড় কোটি টাকারও বেশি। এই দুই বাংলাদেশির একজন আমিরাতে গাড়ি চালান। অপরজন নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, “এ সপ্তাহে মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া এবং আলমগীর হাফেজুর রহমান সর্বশেষ বিজয়ী হয়েছেন।”

৪৭ বছর বয়সী মোজাম্মেল হক ভুঁইয়া দুবাইয়ে গত ১৩ বছর ধরে বাস করছেন। সেখানেই গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। তিনি সাত বছর আগে এ লটারি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর ২০ জন বন্ধর একটি গ্রুপের সঙ্গে প্রতিমাসে টিকিট কেটে আসছিলেন তিনি।

মোজাম্মেল বলেন, “আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। এটি অনেক খুশির বিষয়। আমি এখনো ঠিক করেনি এই অর্থ দিয়ে কি করব। তবে এটি নিশ্চিত, আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগাভাগি করে নেব। যেমনটা আমরা সবসময় একসঙ্গে লটারির টিকিট কিনেছি। আমি আরও টিকিট কিনব। যারা লটারি জেতার অপেক্ষায় আছেন, তাদের বলব, চলতে থাকুন। আপনিও জিতবেন।”

অপরদিকে ৪২ বছর বয়সী নিরাপত্তারক্ষী আলমগীর দীর্ঘ ১৫ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি ১০ বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিট কিনতেন। তিনি বলেন, “আমি যখন বিজয়ী হওয়ার ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগ করে নেব। যা আমাদের জীবনে বড় প্রভাব রাখবে। আমি বাংলাদেশে থাকা আমার ঋণ পরিশোধ করব। এবং কিছু অর্থ পরিবারের সহায়তার জন্য পাঠাব। আমিও টিকেট কেনা অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য হলো সবচেয়ে বড় পুরস্কারটি (২ কোটি দিরহাম) জেতা।”

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *