রাত ৪:৩০ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আবার চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে মুখোমুখি ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৫

 

 

 

ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ—আবারও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মুখোমুখি! ভাগ্য যেন প্রতি মৌসুমেই তাদের এক সুতোয় গেঁথে দেয়। ২০২৫ সালের প্লে-অফ ড্রতে আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফুটবল দৈত্য, যা পরিণত হতে চলেছে এক রোমাঞ্চকর লড়াইয়ে!

এছাড়াও, বায়ার্ন মিউনিখ লড়বে সেল্টিকের বিপক্ষে, আর অল-ফ্রেঞ্চ দ্বৈরথে মুখোমুখি হবে পিএসজি ও ব্রেস্ট।

গত চার বছরে ইউরোপের সেরা মঞ্চে ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধ করেছে। ঠিক এক বছর আগে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে রিয়াল মাদ্রিদ টাই-ব্রেকারে জিতে ট্রফির পথে এগিয়ে গিয়েছিল এবং শেষমেশ শিরোপা জয় করেছিল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

তবে তার আগের মৌসুমে, ২০২৩ সালে, সেমিফাইনালে রিয়ালের স্বপ্ন ভেঙে দিয়েছিল সিটি, ৫-১ গোলের বিধ্বংসী জয় তুলে নিয়ে ইন্টার মিলানকে হারিয়ে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল পেপ গার্দিওলার দল।

এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ম্যানচেস্টার সিটি এখন আর আগের মতো অপ্রতিরোধ্য নয়। গ্রুপ পর্বে মাত্র তিনটি ম্যাচ জিতেছে, প্রিমিয়ার লিগেও পিছিয়ে পড়েছে তারা। অন্যদিকে, রিয়াল মাদ্রিদও মৌসুমের শুরুতে কিছুটা নড়বড়ে ছিল, কিন্তু কার্লো আনচেলত্তির দল ক্রমেই নিজেদের ফিরে পাচ্ছে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম তাদের আত্মবিশ্বাস দিচ্ছে।

ইউরোপীয় মহারণের তারিখ

প্রথম লেগ: ফেব্রুয়ারি ১১-১২

দ্বিতীয় লেগ: ফেব্রুয়ারি ১৮-১৯

এই ড্রয়ে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার মতো দল ছিল না, কারণ তারা লিগ পর্বের শীর্ষ আটে থাকার সুবাদে সরাসরি রাউন্ড অব ১৬-এ চলে গিয়েছে। ওই রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২১ তারিখে।

এখন প্রশ্ন একটাই—ম্যান সিটি কি প্রতিশোধ নিতে পারবে, নাকি রিয়াল মাদ্রিদ আবারও ইউরোপ দখলের পথে এগিয়ে যাবে?

 

 

টি আই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *