রাত ২:৪৯ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আবারও ক্যানসারে আক্রান্ত স্ত্রী তাহিরা, কান্নাভেজা চোখ আয়ুষ্মানের

বিনোদন ডেস্ক
৭ এপ্রিল ২০২৫

 

আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তথা লেখিকা-পরিচালক তাহিরা কাশ্যপ । ২০১৮-এর পর এই নিয়ে দ্বিতীয়বার মারণরোগের কবলে পড়লেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে তাহিরা নিজেই একটি পোস্ট করে এই কথা সকলকে জানিয়েছেন।

এক পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘সাত বছরের নিয়মিত স্ক্রিনিংয়ের পর আমি পরবর্তীতে বুঝতে পারি নিয়মিত ম্যামোগ্রাম করানোর প্রয়োজন। আমি সকলকে এই একই পরামর্শ দিতে চাই। আমার জন্য দ্বিতীয় রাউন্ড, এখনও আমার মধ্যে আছে।’

তাহিরা আরও লেখেন, ‘যখন জীবন তোমাকে লেবু দেবে, তখন লেবুর সরবত তৈরি করো। আসলে জীবন যখন উদার হয়ে তোমার দিকে কিছু ছুঁড়ে দেয় তখন তাড়াহুড়ো না করে, শান্ত ভাবে সেই লেবুর রস তোমার প্রিয় কালা খাট্টা সরবতে দাও। তারপর খুশি হয়ে তাতে চুমুক দাও। কারণ প্রথমবার যদি তুমি ভালো ভাবে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো যে তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।’

তারপর বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’

স্ত্রীর সেই পোস্টে আয়ুষ্মান লিখলেন, ‘আমার হিরো’। সঙ্গে লাল হৃদয় এবং একটি অশ্রুসজল ইমোজি।

তাহিরার এই কঠিন সংগ্রামে স্বামী আয়ুষ্মান তো রয়েছেনই, পাশে রয়েছে বলিউডও। প্রযোজক গুণীত মোঙ্গা কমেন্টে লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। লড়াই জিতে ফিরে আসবে তুমি।’

আর এক ক্যানসার বিজয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রেও তাহিরাকে তার ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘কিছু বলার নেই। অনেক ভালবাসা পাঠালাম। আমার প্রার্থনা রইল তোমার জন্য’।

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *