সকাল ৭:১৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করুন : শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৪

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। একসময় নিয়মিত তাকে অভিনয়ে দেখলেও এখন তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করছেন। তার ফেসবুক অ্যাকাউন্টে গেলেই তা দেখা যায়। তবে সামাজিক যে কোনো সমস্যা নিয়ে বরাবরই সরব এই অভিনেত্রী।

৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণের পর দেশবাসী নতুন আশায় বুক বাঁধছেন। সবার প্রত্যাশা, নতুন আঙ্গিকে সাজবে দেশ। সেই আশায় বুক বেঁধেছেন এই অভিনেত্রীও।

ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এ অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এ মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নেই!’

দেশি পণ্য কেনার আহ্বান জানিয়ে ফারিয়া আরও লিখেছেন, ‘আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এ অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা নয়, কিন্তু এটি একটি প্র্যাক্টিস, প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আশপাশের দেশের শাড়ি, কামিজ অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।’

ব্যবসায়ীদের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে শবনম ফারিয়া বলেন, ‘আর যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করুন, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাকস্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এ অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।’ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন শবনম ফারিয়া।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *