রাত ১০:৫৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক বাণিজ্যমেলা : শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েন ক্রেতা-বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলাপ্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। সব স্টলে যেন কেনাকাটার ভিড়। ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, মেলার ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের কেউ অবসর নেই। স্টলে পণ্য বিক্রি হচ্ছে প্রচুর। ফিরে যাওয়ার সময় সবার হাতেই পণ্য। তাতে বিক্রেতারা খুশি।

নারায়ণগঞ্জ থেকে মেলায় আসা গৃহবধূ আইনুনাহার বলেন, মেলার সমনে ফোয়ারার কাছে ছবি তুলে স্মৃতিধারণ করে রেখে দিলাম। পণ্য দামে বেশি হলেও গুণে-মানে ভালো। তাই বেশ কিছু পণ্য তিনি কিনেছেন।

হাজী বিরিয়ানির বিক্রয়কর্মী আবু তালেব বলেন, এবার মেলাটিতে ২৪ এর ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে।

ব্লেজার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, এবারের মেলায় বিক্রি কম হয়েছে। স্টল প্রস্তুত করতে সময় লেগেছে। আবার মাসের শুরুতে কনকনে শীত আর শৈত্যপ্রবাহ থাকায় লোক সমাগম কম হয়েছে। এতে মেলার কাক্সিক্ষত বিক্রি সম্ভব হয়নি। এখন আবার শীত কম আমাদের পণ্য অবিক্রীত থাকার সম্ভাবনা রয়েছে। তাই লোকসান কমাতে ন্যূনতম আরও সাত দিনের সময় বাড়ালে ব্যবসায়ীরা উপকৃত হবে।

গাজীপুর থেকে সপরিবারে মেলায় আসা গৃহবধূ আসমা আক্তার বলেন, মেলার শেষ মুহূর্তে অনেকে কেনাকাটা করতে আসছেন। আমিও গৃহস্থালি বেশকিছু পণ্য কিনেছি।

যমুনার পণ্য ‘কিনলেন তো জিতলেন’! :

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্য নিয়ে এসেছি। গৃহস্থালি পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। বিশেষ করে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন, আমরা প্রোডাক্ট ভেদে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের অফার করেছি। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে ২৫ শতাংশ।

তিনি আরও বলেন, বাণিজ্যমেলায় যমুনার পণ্য ‘কিনলেন তো জিতলেন’! যমুনা রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইসকুকার, গ্যাস স্টোভসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এছাড়াও ৫ হাজার টাকার পণ্য কিনলে একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রন ফ্রি পাচ্ছেন।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, গত কয়েক দিনের তুলনায় শুক্র ও শনিবার মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সমাগম বেড়েছে। এবার বাণিজ্যমেলা ব্যবসা সফল হয়েছে বলে তিনি দাবি করেছেন।

তিনি আরও বলেন, এ বছর মেলার সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রতি বছরই শেষ সপ্তাহে সময় বাড়ানোর দাবি ওঠে।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *