রাত ৪:৩৩ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আত্মপ্রকাশের দিনে মারামারির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তদন্ত কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে ব্যবস্থা নিতে বলা হয়।

তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে- গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। অন্য দুজন সদস্য হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সংগঠক নাঈমা আবেদীন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। রিফাত রশিদ গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র সদস্যসচিব পদের দায়িত্ব পেয়েছিলেন।

গত বুধবার ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ মূলনীতি ও ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *