আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয়। কাতরের আমির আব্দুলরহমান আল-থানি ওইদিন জনান, আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। তবে অভ্যন্তরীণ ঝামেলার কারণে চুক্তিটির অনুমোদন দিতে বিলম্ব করছিল ইসরায়েলি সরকার। শোনা যাচ্ছিল, শনিবার তারা চুক্তির অনুমোদন দেবে এবং আদালতের ঝামেলা শেষ হওয়ার পর সোমবার থেকে এটি কার্যকর হবে।
তবে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৭ জানুয়ারি) জানিয়েছে, আজই ইসরায়েলি সরকার চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে। এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে পূর্ণ মন্ত্রিসভা বৈঠকে বসে অনুমোদনের কাজটি সম্পন্ন করবে।
এরআগে যুদ্ধকালীন বা নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে আলোচনা চলার সময়ই পূর্ণ মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের তথ্য জানা যায়।
জা ই / এনজি