রাত ২:৫২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আচমকা হাসপাতালে কিয়ারা

বিনোদন ডেস্ক

৫ জানুয়ারি ২০২৫

 

 

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভাণি। যে কারণে বাতিল হয়েছে তার নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর সব ধরনের প্রচার অনুষ্ঠান। জানা যায়, হাসপাতালে ভর্তি হননি তিনি। কাজের চাপ বেশি হওয়ায় হঠাৎ দুর্বলতা অনুভব করেন। সেই কারণে চিকিৎসকরা অভিনেত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দুজন। বিয়ের পর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। ছবিও হয় সুপারহিট । ইতিমধ্যেই ফারহান আখতারের ‘ডন থ্রী’ ছবিতে সই করেছেন তিনি। তবে সেই ছবির শুটিং এখনও শুরু হয়নি। এরই মাঝে দক্ষিণী সুপারস্টার রামচরনের সঙ্গে ‘গেম চেঞ্জার’ শেষ করেন। গত কয়েকদিন ধরে এই ছবিরই প্রচার করছিলেন কিয়ারা। তারই মাঝে এমন বিপত্তিতে পড়েছেন।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *