সকাল ৬:২২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অর্থ পাচারকারীদের জীবন কঠিন করা হবে: গভর্নর

জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৫

 

পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, যারা অর্থপাচার করেছে, তাদের জীবন কঠিন করে ফেলা হবে। এমন দৃষ্টান্ত হবে যাতে ভবিষ্যতে কেউ অর্থ পাচার না করে।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন গভর্নর।

বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী।

এসময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাচার করা অর্থ উদ্ধারে বিভিন্ন দেশের সংস্থার সঙ্গে কাজ চলছে। এখানে আইনি ও নৈতিক-উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, দেশের ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন। রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে হবে। ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর বেশির ভাগের মূলধনের ঘাটতিতে আছে। তাদের অবস্থা খুবই খারাপ। এসব ব্যাংকগুলো ঠিক করতে কয়েক বছর লাগতে পারে। তবে রাজনীতির পালাবদলে এসব সংস্কারে সমর্থন লাগবে। আবার কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে।

এসময় গভর্নর আরও বলেন, যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে আমানতকারীর স্বার্থে সেগুলোর পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। এসব ব্যাংকের মধ্যে প্রথমে ১১টি পরে আরও দুইটি ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। একটি ব্যাংক নিজেই পর্ষদে পরিবর্তন এনেছে।

তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে যেখানে পর্ষদে কারা আসবেন, স্বতন্ত্র পরিচালক কারা হবেন, তাদের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে।

 

টি আই /এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *