বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৬টায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে।
মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন—পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি স্রো।
এ বিষয়ে চট্টগ্রাম পিসিপি চবি শাখার সভাপতি অন্বেষ চাকমা বলেন, পাঁচ শিক্ষার্থী মুক্তি পাওয়ার বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আমরা যেহেতু অপহরণের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলাম এবং এ বিষয়ে সরব ছিলাম সেই দায়িত্ব থেকে আমরা উদ্ধারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। অপহৃত শিক্ষার্থীরা এখন তাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায়।
এর আগে, গত ১৬ এপ্রিল বাঘাইছড়িতে বিঝু উৎসবে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে টমটম ড্রাইভার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে এই অপহরণ ঘটনার সঙ্গে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত ছিল।
জা ই / এনজি