দুপুর ১:৪৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে ‘সর্ষে ভূত’ আছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টম্বর ২০২৪

 

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে ‘সর্ষে ভূত’ আছে বলে অভিযোগ করেছেন বেগম সেলিমা রহমান। আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।

তিনি বলেন, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আজকে ভারতে বসে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নানা ষড়যন্ত্র করছেন। তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবল এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে। তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না।
সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগনের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেলিমা রহমান বলেন, একটা কথা বলা হচ্ছে, ৬২২ জন ছিলো বোধহয় আর্মিদের অধীনে, এরা কোথায় গেলো? এতো এমপি ও মন্ত্রী, অনেককে পার (দেশের বাইরে) করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে।

সেলিমা রহমান বলেন, আজকে পোষাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? করছে যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমাদেরকে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমি বিএনপির নেতা-কর্মীদের বলব, তারা ১৬টা বছর কষ্ট করেছে, নির্যাতন-জেল-জুলুম ভোগ করেছে। আরও কিছু দিন কষ্ট করতে হবে। আরও আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা কারো ওপর অত্যাচার করব না, অন্যায় করব না, আমরা সকলে রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য, যার যেখানে কাজ, যে যেখানে সন্মান দিয়ে বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিলো, যে একটা ঐতিহ্য ছিলো বড়দের সন্মান করা, সততা সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বেপারীর পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মুহাম্মদ নেছারুল হক, ফরিদা ইয়াসমীন, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের মুসা ফরাজী প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *