রাত ৯:৫২ | সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট : ৯ উইকেটের বিশাল জয়ে শক্তিশালী হয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫

 

হার দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা। বল হাতে আল ফাহাদের বিধ্বংসী স্পেলের পর ব্যাট হাতে ১৩০ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন জাওয়াদ আবরার।

সফরকারীদের দেওয়া ২১২ রান তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারীরা।

আজ (সোমবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। আল ফাহাদ একাই তুলে নেন ৬ উইকেট।

রান তাড়ায় আবরারের সেঞ্চুরি ও অধিনায়ক আজিজুল হাকিমের অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে ৩৪ দশমিক ১ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায়।

রান তাড়া করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। মাথুলানের বলে ডুলনিথ সিগেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন কালাম সিদ্দিকী। টাইগার এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৫ রান। তিনে নামা আজিজুল হাকিম আর জাওয়াদ আবরার মিলে আর কোনো উইকেটের পতন হতে দেননি। দুজনের ১৮০ বলে ১৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৪ চার ও ৬ ছক্কার মারে ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত ছিলেন জাওয়াদ আবরার। এ ছাড়া আজিজুল হাকিম টিকে ছিলেন ৮৯ বলে ৬৯ রানে। এর আগে আল ফাহাদের তোপে অল্প রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল লঙ্কান যুবারা। দলীয় ৩০ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আল ফাহাদের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ডুলনিথ সিগেরা। ১৪ বলে ২৩ রান এসেছে লঙ্কান এই ওপেনারের ব্যাট থেকে।

উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত আরও কয়েকটি সাফল্য পায় সফরকারী বোলাররা। ফাহাদের সঙ্গে সাফল্য পান ইমনরাও। দলীয় পঞ্চাশের আগেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫০ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ভর করে কিছুটা লড়াই করেছে লঙ্কানরা।

বাংলাদেশি বোলারদের মধ্যে আল ফাহাদ একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। এ ছাড়া দুটি উইকেট শিকার করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *