সকাল ১০:১৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অনন্ত-রাধিকার রিসেপশন, টালিউড থেকে আমন্ত্রণ পেলেন যারা

বিনোদন ডেস্ক, এনজি
১৪ জুলাই ২০২৪

 

 

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট বসেছে- কথাটি যেন আক্ষরিক অর্থে সত্যি। বিশ্বের সেরা সেরা তারকার ঝলমলে উপস্থিতে বিয়ের আসর আলোকিত হয়ে ‍ওঠে। একদিকে যেমন কিম কার্দাশিয়ান, জন সিনার মতো আন্তর্জাতিক তারকা, অন্যদিকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত, রণবীর কাপুরদের মতো তারকা-মহাতারকার সম্মিলন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

গত ১২ জুলাই সম্পন্ন হয়েছে এ বিয়ের মূল পর্বের অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয়েছে বধূর গৃহপ্রবেশ ও আশীর্বাদ পর্ব। আজ (১৪ জুলাই) রিসেপশনের আয়োজন। আজকের এ অনুষ্ঠানে অংশ নিতে টালিউড বেশ কয়েকজন তারকা যাচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন তারকা জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও রিয়া সেন।

জানা গেছে, অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নেওয়ার জন্য ভোরেই বিমানবন্দরে হাজির হয়েছিলেন যশ ও নুসরাত। অভিনেত্রীর পরনে ছিল জিনস আর টপ। যশ জিনসের উপরে পরেছিলেন সাদা শার্ট। হাসিমুখেই চিত্র সাংবাদিকদের অভিবাদন জানান তারা।

আম্বানি পরিবারের আলোচিত এ বিয়ের অনুষ্ঠানে বিয়ের একের পর এক অনুষ্ঠান চলেছে। এরই মধ্যে অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভ আশীর্বাদের দিন গিয়ে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বলিউড থেকে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোণ, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, অজয় দেবগন, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অনন্যা পাণ্ডসহ আরও অনেকে।

 

এমএফ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *